Shuvro dev biography definition

  • Shuvro dev biography definition
  • Biography text!

    শুভ্র দেব

    শুভ্র দেব

    ২০১১ সালের বৈশাখী মেলায়, টেক্সাস, যুক্তরাষ্ট্র

    জন্মসিলেট, বাংলাদেশ
    ধরনপপ
    পেশাগায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক
    বাদ্যযন্ত্রভোকাল
    কার্যকাল১৯৭৮-বর্তমান

    শুভ্র দেব একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। ২৬ আগস্ট, ১৯৬৬ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সাল থেকে গান করেন। ২০২৪ সালে তিনি সংগীতসাধনায় তাঁর অসামান্য অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন।

    জন্ম 

    [সম্পাদনা]

    শুভ্র দেবের জন্ম বাংলাদেশের সিলেটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈবরসায়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ টেলিভিশনের "নতুন কুঁড়ি" অনুষ্ঠানে গানের প্রতিযোগীতায় অংশ নিয়ে তিনি প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

    কর্মজীবন

    [সম্পাদনা]

    শুভ্র দেব গত শতকের আশির দশকে তার কর্মজীবন শুরু করেন। তিনি আধুনিক রোমান্টিক গান গেয়ে থাকেন। তার প্রকাশিত প্রথম সঙ্গীত অ্যালবাম 'হ্যামিলনের বাঁশিওয়ালা'। অ্যালবামটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়।[১] এছাড়াও তিনি আরেকজন বাংলাদেশী গায়িকা শাকিলা জাফর ও ভা